চন্দন চক্রবর্তী

মায়াজম
0
                                        চাঁদ আর এক জংলী











ফাঁকা রাস্তাটা শেষ হল সবে
....বাঁকা গলির মুখে,
কেউ নেই কোথা, সব সুনসান। বন্ধ।
চাঁদ দিল ডাক -
......."ওহে শুনছ!
সবুজ সবুজ ডালপালা মেখে
কার বাড়ি তুমি খুঁজছ?"

বেরসিক তুমি বদলাও চাঁদ বারবার,
কিনুগোয়ালার গলি?বেগম আখতার?
বারুদ ধোঁওয়াই ভুলে গেছ তুমি,বদমাশ।
ধিক, জোছনায় শুধু রক্তের দাগ বারমাস।

চাঁদ রেগে কয়........

"চাঁদবুড়িটাকে খুনকরে
তোরা, করলি অনাবৃত,
অনাহারে মরে কিনুগোয়ালারা,
আখতারি গানে খত।
শিশুর রক্তে পিচ্ছিল মাটি
নাই মোম জোছনায়,
স্টেনগান হাতে শকুনরা
শোন, মৃত্যুর গান গায়।
ভুলে যাও প্রেম
ছোঁয়াছুঁয়ি খেলা বন্ধ,
বিটকেল তুই গায়েতে যে তোর
বন্য বোটকা গন্ধ।"

সে আমি নই, ওরে বুড়ো চাঁদ
আমাকেই কেন বল্লি?
দূরদেশ থেকে আমি অরণ্য,
খুঁজছি আমার জংলী।
চুরি হয়ে গেছে ইটকাঠ ভীড়ে,
নিস্পাপ বনফুল,
নিয়ে যাব তাকে আদরেসোহাগে
কালকে যে সরহুল।।





বিঃদ্র_ ‘সরহুল’ পরব।
সরনা আদিবাসীদের বসন্তের উৎসব সরহুল পুজো। যা আসলে প্রকৃতি পুজো। যেখানে শালগাছকে উপাস্য দেবতা হিসেবে মানা হয়। দিনের বেলায় পুজো করার পরে সন্ধ্যার পরে
আদিবাসীরা পরিচিতদের নিয়ে উৎসবে মেতে ওঠেন। সেখানে নাগারা, মাদল ও বাঁশির সঙ্গে লোকগান, আর লোকনৃত্য। হাড়িয়া পান করে এরা প্রেম এ মাতে,সব ভুলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)