About us




মায়াজম একটি বাংলাসাহিত্য নির্ভর অনলাইন পত্রিকা ।অনলাইন প্রকাশনা জগতে পত্রিকার অভাব নেই । সাইট খুললেই হাজার হাজার পত্রিকা ভেসে ওঠে । এদের মধ্যে কিছু পত্রিকা সত্যিই ভালো । কিছু পত্রিকা সময়ের উপযুক্ত নয় । সে যা-হোক , অন্যদের সমালোচনা করা এখানে উদ্দেশ্য নয় । আমি বলতে চাইছি , 'মায়াজম' পাঠকের ভালোবাসা পেয়ে এগিয়ে চলুক ।

আমাদের দেওয়ার ক্ষমতা সীমিত । গ্রহণের ক্ষমতা প্রচুর । কিছু পেতে গেলে কিছু যে দিতে হয় , আমরা ভুলে গিয়েছি । দেওয়ার মানুষ কম , নেওয়ার মানুষ বেশি । শিল্প সময় এবং সমাজের বাইরের নয় । মানুষের মানবিক গুণসত্ত্বার বহিঃপ্রকাশের নামই হল শিল্প । শিল্প আমাদের অর্থ-সম্পদ দেয় না , আত্মপ্রতিষ্ঠা দেয় । আত্মপ্রতিষ্ঠা একটা বিশ্বাসের নাম, একটা মর্যাদার নাম । আত্মপ্রতিষ্ঠিত মানুষের কোন অভাব নেই , দুঃখ নেই , হতাশা নেই । এই হতাশার পৃথিবীতে মানুষের সুপ্ত মানবিকসত্ত্বাকে জাগিয়ে তুলবার একটা ছোট্ট প্রয়াস নিয়ে এসেছে 'মায়াজম' । প্রত্যেক মানুষের মধ্যে সত্য এবং সুন্দর থাকে । হয়তো আমরা সবসময় বুঝতে পারি না , কিন্তু থাকে । সেই সত্য এবং সুন্দরের ঘুম ভাঙাতে এসেছি আমরা ।
 
আমাদের সম্বল বলতে , অক্ষরের ফুল । সেই ফুলের মালাগাঁথি রোজ । মানুষের বাজারে সেই মালা নিয়ে হাজির হয় বিক্রি করতে , কিন্তু দামটা নিই পাঠকদের আনন্দ দিয়ে ।মানুষের দুঃখ পাওয়ার অনেক অনেক উপলক্ষ্য আছে , আনন্দ পাওয়ার উপলক্ষ্য নগণ্য । আমার সীমিত শিল্পবোধ দিয়ে যদি আপনাদের সামান্য একটু ভালো রাখতে পারি , সেটাই যথেষ্ট ।

এই ব্লগে প্রধানত শিল্প সাহিত্য বিষয়ক লেখাই প্রকাশিত হবে, এবং ব্লগের লেখাগুলি মৌলিক হবে । অন্য কোথাও থেকে কোনরূপ 'টোকাটুকি' করে এই ব্লগে প্রকাশিত হবে না ।

মূলত , কবিতা , গল্প , গদ্যকবিতা , বিভিন্ন নিবন্ধ , পুস্তক আলোচনা এবং সমসাময়িক বিষয়ে লেখা থাকবে । কোন কারণে কোন লেখাতে কপিরাইট লঙ্ঘিত হলে , এবং সে ব্যাপারে আমি অবগত হলে সঙ্গে সঙ্গে ব্লগ থেকে মুছে দেওয়া হবে । পাঠকের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থাও ব্লগে থাকবে । কোন কারণে যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে     যোগাযোগ করতে পারেন ।
 
তাহলে আপনাদের ভালোবাসা নিয়ে পথ শুরু করা যাক ।

ধন্যবাদ ।
মায়াজম - এর পক্ষ থেকে সোনালী মিত্র

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)