অরুণিমা চৌধুরী - মায়াজম

Breaking

২ নভে, ২০১৫

অরুণিমা চৌধুরী

                               লম্পট চাঁদ বড় কলঙ্ক হে!









বারান্দা ভাসা থই থই ইচ্ছের লুটোপুটি,
ঝিমধরা ছাতিমের গন্ধ গন্ধ নেশা।
ঢেঁকির পাড় ভেঙে আলগা আঁচল..
পোড়ে উত্তপ্ত নি:শ্বাস।
চন্দনের গন্ধধূপে কামুক ছাই জমে জমে,
তারপর একসময় উড়ে বেড়ায় চারপাশে...

মায়াবী আলোর দানাদানা অ-সুখে ছানাকাটা ছায়া।
দেখো! রাতচরা পাখি নিশিডাক ডাকে আলগোছে।
যেন কোথাও কিছুটি হয়নি কোনদিন!

অথচ,
ঘুমন্ত সম্পর্কে তেমন করে সাঁকো গড়ে ওঠেনা আর।
চাঁদ বড় কলঙ্কী হে! একা একা কপালে হাসে..
নাকি ভাসে! ঠিক বুঝিনা।

বারান্দার রেলিঙ এ দোল খায় ত্রিকোণ পাপ।
বড় ভয় করে অনিমেষ!
আমায় একফোঁটা মুক্তি দিতে পারো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র