বলাকা সেন - মায়াজম

Breaking

২ নভে, ২০১৫

বলাকা সেন

                                      নয়নাভিরাম




দুটি পাতায় জগৎ সম দেখি রঙিন দুনিয়া
প্রকৃতির আড়ম্বরে বুঝি ঈশ্বরের মহিমা।
হরিৎ সোভা নদীর মোহ পর্বত শিখরে ঝর্ণা বহ
শাখায় শাখায় ফুলের ডালি পক্ষীকুলের অহরহ।
নীলাম্বরীর নীল সীমানা বলাকার সারি আঁকে আলপনা
হাওয়ার সনে সুরের তালে ভেসে চলে বাহারি কল্পনা।
কোয়েল দোয়েল ফিঙে ময়না গোলাপ জুঁই বেল নয়না
ছন্দ তোলে গন্ধে ভোলে পাতা বাহারের মাথা দোলে।
স্রোতের পরশ পাথর দেহে এঁকে বেঁকে নদী চলে
শালুক শ্যাওলা লাজুক হয়ে পথের বাঁধন এলিয়ে দিয়ে।
প্রজাপতির রঙিন পাখা ফুলের রেণু থোকা থোকা
কুমুদ কলি ফুটে চলে ভ্রমরেরা পথ ভোলে।
এমন বুঝি মায়ার দেশে অন্ধ হওয়া সর্বনেশে
চোখ না থাকা মৃত্যু ভালো, পাপিয়া বলে ‘চোখ গেল’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র