প্রণব বসুরায় - মায়াজম

Breaking

২ নভে, ২০১৫

প্রণব বসুরায়

                                  প্রথম সোপান 





পুনর্বার বিবেচনা করি দ্বিপদ গমন
ঠিক ছিল কিনা। জন্ম কুন্ডলীর দিকে
অবিচল চোখ মেলে রাখি—
রাহু, কেতু, শনি কতদূর শক্তিশালী
পরিমাপ করি;
মঙ্গলের মাঙ্গলিক কপালে এঁকে নিই
খুব সন্তর্পণে

গিয়েছিলে তুমি যে তিথিতে,
জানতে তা ছিল বিজয়ার দিন?
তোমার যাওয়ার শূন্যতায় ত্রস্ত হই নি আমি
উপবীত কোন ভরসাযোগ্য নয়, এ সত্য
জেনেছি কবেই।
সাগরের ঢেউ ভেঙে যায়, ফিরে আসে ফের,
এও, দ্যাখো, সেই আদিম ঘটনা

সূর্যোদয়ের সঙ্গে আজ ফিরে এলে,
এই ঘরে এসো—এই নাও ফল,
পাথর-গেলাসে ভরা শীতল পানীয়।
জ্যোৎস্না দেখো, বর্ষা দেখো, আর দেখো
বিজয়া দশমী। সরল সত্য জানো
সে আসলে ফেরবার প্রথম সোপান...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র