কল্পনার রাজ্য মুক্ত বৈশিষ্ট্যে উজ্জ্বল –
ঋতু, রীতি প্রীতির নিয়মে, রঙে, অনিবার্যতায়
বিনে প্রজ্ঞাপনে বাক নেয় অহর্নিশ।
পল্লবের মসৃণ আদরে সুখদ উৎফুল্ল বোধে
সেই নান্দনিক বৃষ্টি,
নৃত্য তালে ফুলের সৌরভ
ছড়িয়ে মাতিয়ে তোলে উন্মুক্ত অঙ্গন,
যেনো কী এক মোহনীয় স্পর্শে নড়েচড়ে ওঠে মন।
ইচ্ছের বিমুগ্ধ পাখি এ-ডাল ও-ডাল করে করে
এদিক ওদিক চায়, গীতি বুলি বাঁধে,
বাহানা না করে তুর্কি নাচ তোলে নিভৃত নন্দনে
যেখানে কেবল
স্নিগ্ধ, নিখুঁত সৌন্দর্য বোধের বাবুই
ঢোকে অনিবার আর বেরোয় ফুড়ুৎ।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন