বিশাল বড় জনসভা,চৌ রাস্তার মোড়ে ,
কালো কালো শিং বাগিয়ে হাঁকছে ওটা কেরে ?
আজ্ঞে,উনি উঠতি নেতা, মহিষাসুর নাম .
তাই নাকি,তা সে বেটা ডান হাতি না বাম ?
ডান বাম যাই হোক,দুটোই তো মোটে ,
আপনার মতো দশ দশ টা,কার কপালে জোটে !
ঠিক আছে,ঠিক আছে,মুখ নেড়োনা আর .
তার চেয়ে বরং কান টা করো একটু পরিষ্কার .
বলো দেখি বলছে কি ওই কেলে মহিষ বেটা .
মা জননী,উনি বলছেন " ওঠাও সবে ঝাঁটা! "
সেকি ! কি বেয়াদপ ! তারপর তারপর ?
পরের টা থাকনা পড়ে,চলুন এবার ঘর .
এই মিচকে ছোঁড়া,ত্রিশূল কিন্তু ধার করানো আছে .
ক্ষমা করুন,চাইনি বলতে,কেস খেয়ে যাই পাছে .
অসুর মশাই বলছে সবাই উঠুন এবার জেগে ,
ইতিহাস টা বদলে ফেলুন,জ্বালুন আগুন রেগে .
ক্ষমতার দোহাই দিয়ে বছর বছর আসে ,
আর ধন্য বাবা মর্ত্যবাসী তাকেই ভালোবাসে .
এই দিচ্ছি সেই দিচ্ছি,দিচ্ছে বলো কি সে?
সেই তো পকেট গড়ের মাঠ,মুখ ঠেকেছে ঘাসে .
তাই বলছি একটি বার আমার কথা শোনো ,
প্রতিবাদ করতে হবে,উপায় নেই যে কোনো .
ও তাই বুঝি,মহিষ মুখোর এতো বেশি বাড় !
কি ভেবেছে হল্লা করে ওমনি পাবে ছাড় ?
ফি বছর হচ্ছে যেটা,এ বছরও হবে. মরবে
বেটা আমার হাতেই,আমার উৎসবে .
ধর্ম আছে,ক্ষমতা আছে,আর কোনটা আমার চাই ?
প্রতিবাদী মরবে শুধু,অনন্যোপায় নাই .
সুচিন্তিত মতামত দিন