দেবাশীষ দাস - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

দেবাশীষ দাস

                                                       শ্বাপদ







কয়েক হাজার দিন ছোটাছুটির পর
পায়ে বল এলো যখন
রাস্তার মোড় মাথায় দেখি কুকুরের ভিড়;
আগাপাশতলা মেপেঝেপে হামলার তীর
বুক ভেদ করার শমন!
আড়াল হোতেই তাড়ার শব্দ আসে কানে
কান থেকে ভয়ার্ত নমনীয় স্থানে।
মনে হয় বুঝি মোজার ছিদ্র দিয়ে
দাঁত মাংসের খেলা চলছে,
যন্ত্র ঘোরে যন্ত্রণা হয়না!
শুধু অ্যাক তীক্ষ্ণ ফলা ফালাফালা করে দ্যায় আমায়;আমাদের!
রোজ দিনরাত করে বছর নামে
বাচ্চা কুকুর কিংবা কুকুরের বাচ্চারা ঠান্ডায় জমে
মাপতে পারেনা আমায়!
আমি দুই বুক সাহস জড়ো করি
আমার চোখে তখন আগুনের গোলা
ধীর সময়ে অধীর আগ্রহে দেখি
আমি নিরাপদ।
আর কুকুরের শ্রাদ্ধ চলে চলার রাস্তায়!
ভারাক্রান্ত ওরা মাথা নীচু করে।
আসলে কুকুরেরা আগে মরে,
আমার আগেই মরে ওরা।
তাই শ্বাপদে বিপদ দেখিনা!
দেখি নতুন মাংস দাঁতের খেলা;
আর অ্যাকটা নতুন দিনের শুরুর বার্তা!
চিৎকার হোক আবারও..আর লেজ নাড়া
আসলে কুকুর নয়,কুত্তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র