স্রোতস্বিনি চট্টোপাধ্যায় - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

স্রোতস্বিনি চট্টোপাধ্যায়

                                        একটি সান্ধ্য আলাপ- ২







আবার কখনও এমন ভাবে যদি দেখা হয়ে যায়
রৌদ্রে পোড়া দিন আমার সমস্ত ঋন শোধ করে দিক
ঘুমন্ত পাখির ডানার তলায় জেগে থাকুক নালিশ
নির্মম জখম সেরে উঠুক দ্রুত
দূরে কেঁপে ওঠা চোখ
মাতৃ বন্দনায় দীর্ঘজিবি হোক

যদি তোমায় ডাকি গোপন ইশারায়
অনতিকাল চুমুর শেষে
চাঁদের ফেনা গড়িয়ে এসে
ধোঁয়ার মতো জমাট থেকে যায়
অঙ্গারের থাবার নীচে উপোষ জ্বলে উঠছে মিছে
মরুঝড়ের সাহসী সিমানায়
একটি দুটি প্রানের ফের
দু চার পালক ব্যবধানের
নিভৃতিটুকু বাতাসে ভেসে যায়

ছাইয়ের সাথে বাতাসে ভেসে যায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র