ছুঁয়ে দাও !
মাটিকে একবার ছুঁই ঘাসকেও ছুঁই
ছুঁয়ে দিই পাহাড় সমতল ভূমি ..
আলোকে একবার ছুঁই নদীকেও ছুঁই
যে গুহায় প্রথম আগুন জ্বেলেছিলে তুমি
বীজকে একবার ছুঁই স্রষ্টাকেও ছুঁই
ছুঁয়ে দিই বিমর্ষ কৃষকের হাত..
মেঘকে একবার ছুঁই রোদকেও ছুঁই
যে মুহূর্তে নেমেছিল প্রথম প্রভাত
সন্তানকে একবার ছুঁই স্বপ্নকেও ছুঁই
ছুঁয়ে দিই বিভাজিত এপার ওপার
অশ্রুকে একবার ছুঁই তৃষ্ণাকেও ছুঁই
কবিতায় মুছে দিতে পৃথিবীর সব অস্ত্রাগার
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন