পলাশ কুমার পাল

মায়াজম
1
                                           হেঁটে যাই






বুকে মৃত নদীর মতো শীত
কুয়াশা,
হেঁটে যাই রোজ...

বালিতে পায়ের ছাপ পেছুটান।
পেছন ঘুরলেই অতীত
ক্রমশ...

হেঁটে যাই...
ঝরাপাতা দলিত করে।
মড়্মড়্‍ মরমিয়ায়
বাউল গেয়ে ওঠে একতারায়
একাকী সুর-

হেঁটে যাই...
তুমি নেই, তুমি আছো;
মাঝখানে সত্তা
অনন্ত পথে পৌষমেলা খুঁজে যায়-

বাউল বাউল পথ।
হস্তশিল্প, মিলন, ক্ষুধা...

ঋণ শব,
হেঁটে যাই অনন্ত পথ...

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন