ক্যাম্প ফায়ার
আজকাল বর্ষা রঙের কিছু মেঘ
আমাদের নিজস্ব কেল্লার আকাশে
ঘোরাফেরা করে বারোমাস
আর যখন তখন
জল ঢালতে থাকে
সমস্ত উষ্ণতার মধ্যে I
কী ভীষণ শীত অন্দরমহলের জীবনধারণে !
আমি তো ওদের
নাম দিয়েছি নির্বাপক l
তবু এই যে ঘূর্ণায়মান চাকার সঙ্গে
উঠে আসা শীতকে স্বাগত জানাই ,
সে তো শুধু
একটা মেদুর উষ্ণতার স্পর্শ
উপভোগ করব বলেই
কিন্তু নির্বাপকের দল পেছন ছাড়ে না যে !
তবে এসো
কিছু আগুন বর্ণ জড়ো করি
তারপর তার চারদিকে গোল হয়ে বসে
ক্যাম্প ফায়ারে মেতে উঠি ,
গাই সুখজাগানিয়া গান ---------
জানি , তোমরা হেসে উঠলে
কিন্তু বিশ্বাস কর , এমনটা হতে পারে , হয় l
আমি শুনেছি ,
শীতকালে জঙ্গলে শাখামৃগের দল
অগ্নিবর্ণ কুঁচ জড়ো করে
চারপাশে গোল হয়ে বসে l
ওরা মনে করে ওরা আগুন পোহাচ্ছে I
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন