নীলাব্জ চক্রবর্তী

মায়াজম
0
ভাঙা ভাঙা দশক জুড়ে একটাই স্খলনের দাগ





শুতে যাওয়ার আগে
আইসক্রীমের দাম মিটিয়ে দিতে
ঘুমচোখে
আমরা আয়নার কাছে যাই
ট্যাবুর ভেতর
অনায়াসে খুলে রাখি
দানা দানা লাল হরফ...
# * # * #
এক্সিট কোড – ১০০
অর্থাৎ ছোটবেলার দিকে চলে যেতে পারছে না
এই পুকুর বুজিয়ে ফ্যালার স্মৃতি
পুরনো মেশিনের গায়ে
সারারাত জমা হওয়া রানটাইম
শব্দগুলো ফলো করতে করতে
তারিখ হয়ে যাচ্ছে ওলটানো জুতোর বাক্স...
# * # * #
অথচ অবস্থান বলতে একটা ধূসর গোলক
সারাদিন গড়িয়ে যাওয়া
অনুবাদের ঘর
যেখানে লোকটা এক দূরত্ব
ভাঙা একক
ভাঙা ভাঙা দশক
জুড়ে
একটাই স্খলনের দাগ
তাহলে পায়ের ওই ছাপটাই শুধু আমি...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)