তন্ময় ভট্টাচার্য - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

তন্ময় ভট্টাচার্য


               ক্রুশে বিদ্ধ লোকটির প্রতি






উহাদের মতামত নাই/
উহারা শান্তিপ্রিয় লোক/
দিনান্তে স্ত্রী-পুত্র সহিত/
নিরিবিলি বসিবারে চায়/
//
উহারা বাজারে বিদ্রোহী/
উহারা ফিলিমে শাস্ত্রীয়/
চশমা আঁটিয়া দুলি দুলি/
সত্যনারাণ পাঠ করে/
//
গলিপথ আলোকে ভাসিছে/
সারমেয় কী নিরীহ প্রজা/
প্রতিবেশী জানালা খুলিয়া/
উদাত্ত হরিনামে রত/
//
আহা কী শান্তিপ্রিয় বাটী/
আহা কী মধুর চারিপাশ/
কূজন শুনিয়া মনে লাগে/
বসন্ত জাগ্রত দ্বারে/
//
উহারা চক্ষু মুদি গাহে/
উহারা চক্ষু খুলি দ্যাখে/
ভ্রমরা ফুলের পিছে পিছে/
উদ্যানে নিপুণ উড়িছে/
//
সময়ে দেশের কথা ভাবে/
অক্ষিকোটর ছলোছলো/
পরিশেষে কোমল বসনে/
টিপিয়া টিপিয়া মারে জলও/
//
আর কী জানতে আসিয়াছ/
আর কী কী করিবার বাকি/
হে যিশু, হে জগতের পিতা,/
পুনরায় আলো দিবে নাকি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র