ভালো লাগে না
আমি জন্মেছিলাম ঘোর শ্রাবণে
কিন্তু বর্ষা আমার ভালো লাগে না
দিন রাত শুধু কান্না পায়।
প্রস্তরবৎ জীবনে কংক্রিটের জঙ্গল ঘন সন্ধ্যায় অন্ধকার
কেমন গা ছমছম করে
ইট কাঠের শহরে অলিতে গলিতে
আমি জন্মেছিলাম ….ভালো লাগে না।
দিনগুলো ছোট হয়, মনখারাপ
দীর্ঘ ছায়া ফেলে এখন দেখছি তা নয়
রাতগুলোই ক্রমে লম্বা হচ্ছে
দানবের মতো রোজ ক্রমশ
আমি জন্মেছিলাম ….ভালো লাগে না।
আমায় রাতে পেয়েছে
আলেয়া
আলো ।।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন