রাকেশ আলম - মায়াজম

Breaking

২৯ জুল, ২০১৬

রাকেশ আলম


             বেলাডোনা লাভস্ বাটারফ্লাই



আ বাটারফ্লাই, নেভার ডাই ইন স্কাই...
পরিকল্পিত খুনের নেপথ্যে নির্মম যোনিকাহিনী জেনেছে কঙ্কাবতী...
তুলসি আর ধূপগন্ধে বার্নিং হিমঘর।
সভ্যকবিতায় জমানো নিরাপদ ছবিগুলি ক্রমশ লাল হয়ে যাচ্ছে শ্রাবণ ছুঁয়ে
চাপা উত্তেজনায় ফ্যাঁকাসে হচ্ছে রঙ-তুলি!
জীবাশ্ম খুঁড়ে কঙ্কালের ময়নাতদন্ত করে চলে বৈরাগী হিমঘর...
আমি জলপট্টি নিয়ে মধ্যরাতে দাঁড়াব পাশে।
গুটিকয় পা নির্দয় পাপ নির্মাণ করে বেহেস্তের পথে...
শেষলগ্নে একটি ছবিও মানুষের হয়ে ওঠে না।
বাটারফ্লাই নোজ দ্য পাওয়ার অফ উইন্গস্
গর্ভের পাপড়িগুলিতে লেগে থাকে রক্তাক্ত লাভ বাইটস্
অস্বচ্ছ আয়না ছুঁয়ে দিলেই সম্রাজ্ঞী ঠোঁট কেঁপে কেঁপে ওঠে...
নাবিকের টানাচোখে ভরে যায় পরাগের পংক্তি
ক্রোধহীন শহরপথে অক্ষরের আর একটিও বোবাচারা পুঁতবো না ভেবেও
হঠাৎ গভীর রাতে অসম্ভব কিছু খিদে পেলে শরীর খাই না।
কবিতাই খাই ঢকঢক করে।
অ্যাসিডের খেলা শেষ হলেই আরেকবার সঙ্গমে যাবে বাটারফ্লাই
বেলাডোনা ইজ ওয়েটিং ফর বার্নিং...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র