শাড়ী
আমার একটা শাড়ী আছে
সেটা অনেক যত্নে রাখা আছে আলমারীর কোনে।
সেই শাড়ীটা আমার অহংকার, তোমার ঈর্ষা।
তোমার ঈর্ষার সবুজ রঙে ধোয়া শাড়ীটায়
আমি তুলেছি অহংয়ের লাল রঙা নক্সীফুল।
সেই শাড়ীটার ভাঁজে তোমার ঈর্ষাকে,
আমার অহংয়ের তাপে ইস্তীরি করে
অনেক যত্নে রেখেছি আলমারীর কোনে।
তোমার চোখে ঈর্ষার ঢেউ তুলে
সেই শাড়ীটা আমার অহংকারে ঘেরা
যৌবনের শিখর দেয় ঢেকে,
তখন আমার প্রতিটা পদক্ষেপে হেরে যায়
তোমার সত্ত্বা
তখন আমার ঠোঁটের কোনা থেকে গড়িয়ে
পড়া হাসিটা তোমার চোখের সবুজরঙে মিশে
চারিদিকে পড়ে ছড়িয়ে
আর সেগুলো মাটিতে পড়ে জন্ম দেয়
অনেক অনেক ঈর্ষার গাছ।
সেই গাছে ঝুলে থাকে সবুজরঙা হাজার হাজার শাড়ী।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন