নীলিম গঙ্গোপাধ্যায়

মায়াজম
0 minute read
3

মছলিবাবার অবস্থান



জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক
ঘোলা জলে অ্যানিমেশনের মছলি বাবা
বড় হয়েছে মুড়োর খোল
ভিতরে ছোট হতে থাকা মস্তিষ্ক
একদিকে লেখা গান, অন্যদিকে অবসান
এই দুই ভাগে জালগুলি
ওই ওই ওইখানে বুড়বুড়ি কাটে
মছলিবাবার অবস্থানে
ধীবরদের অঙ্গুলি !



April 19, 2025