সূর্যস্নাত বসু - মায়াজম

Breaking

১১ আগ, ২০১৭

সূর্যস্নাত বসু

                                  সূর্যস্নাত বসুর কবিতা





সুইসাইড নোট
----------------------------------------
ঘরে ফ্যান চলছিল না
তবু পাঁচ কেজি মোটা চালের
প্যাকেটের নীচে রাখা
আত্মহননকথন।
হাতের লেখা কাঁপা কাঁপা
সদ্য শাদা শাড়ির স্ত্রী
দৃষ্টি থমকে আছে হাতের লেখায়
কে বোঝাবে ওকে
এ তার স্বামীর লেখা নয়
#
এটা ভগবানের হাতের লেখা।



একটি প্রেমের কবিতা
--------------------------------------------------
সমুদ্রের মাঝখান থেকে উঠে এল একদল যুবক যুবতী
তাদের আকাশ জুড়ে ক্লোরোফিল, শুধু ক্লোরোফিল
তাদের হাত জুড়ে ভর্তি খাবারের প্যাকেট, ফুলদানি
তাদের হাতঘড়িতে লেখা " যুদ্ধাবসান "
তাদের মোলায়ম বুকে মাখা শান্তি-ওমপদ্ম
সৈকতের ধারেকাছে এ পৃথিবীর
সব না খাওয়া শিশুগুলো ওঁত পেতে আছে
আমিও তাদের একজন
আমি তাদেরই একজন
যতক্ষণ না স্বপ্নটা ভেঙে যায় চিরতরে
#
আমি জানি, আমার এ স্বপ্নের প্রতিপাদে, কোথাও না কোথাও
এ স্বপ্নটা তুমিও দেখো।



Creativity is knowing how you hide your sources
-------------------------------------------------------------------------------------------------
হরপ্পা সভ্যতার এক সাইট ছিল কালিবঙ্গান
অমলেন্দু ঘোষ নামের এক বাঙালি
আবিস্কার করেছিলেন ।
আমার বেশ গর্ব করার এক জায়গা আছে
#
টিপু সুলতান, হায়দার আলি বা চন্দ্রগুপ্ত
মৌর্যেরও ছিল ।
#
ইটালি থেকে মার্কোপোলো এসেছিলেন
জালালুদ্দিন খিলজির তখন খুব নামডাক
তারও আগে
নর্মদার যুদ্ধে লুকিয়ে চুরিয়ে অতীব
সুন্দরী কিছু রমনীর স্নান উপভোগ
করবার জন্য আমায় গেফতার করা হয়
বিচার চলে । পারস্যের সম্রাট খুসরাউ
আমার হয়ে ওকালতি করেন, এটুকুই যা প্রাপ্তি
কিন্তু অশ্বঘোষ যখন বুদ্ধচরিত লিখলেন; তার প্রায় সাড়ে
উনিশ’শ বছর পর নাগার্জুনকে ভারতীয়
আইনস্টাইন বলা হল
এতে লাভ ঠিক কার হল তা জানান দিতে
গিয়ে ফিরে এলাম রাজগৃহে । দেখি
অজাতশত্রু তাঁর পিতা বিম্বিসারকে হত্যা করছেন
সাময়িক শান্তি পেতে
দুটো নতুন অস্ত্রও আবিস্কার করছেন ইত্যাদি
#
আমার বাবা আমায় এসব গল্প পড়ে শোনান
বাবাকে দাদু শুনিয়েছিলেন
দাদুকে ত্রৈলোক্যনাথ বসু । আর জানা নেই ।
হরপ্পা সভ্যতার আরেক
সাইট ছিল মহেঞ্জোদরো । রাখালদাস
বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালি সেটা
আবিস্কার করেন । ১৯২২ সাল ।
#
তার ঠিক এক বছর পর ভারতে প্রথম মে দিবস পালিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র