পার্থ ঘোষ - মায়াজম

Breaking

১১ আগ, ২০১৭

পার্থ ঘোষ

                     পার্থ ঘোষের কবিতা

মিথ্যা পূর্বাভাষ-১
****************
যতবার বৃষ্টির কথা ভাবতে যাই
দূরে কোথাও বিদ্যুৎ চমকায়
মুহুর্মুহু,
পুরনো বদভ্যাস আস্তিনে রেখে
প্রবল এক সম্ভাবনাময় শরীর
ফুটব্রিজ ধরে এগিয়ে যায়।
##
রৌদ্রের প্রতিভা কম ছিল বলে
সমস্ত ক্লোরোফিল নিঝুম ,
পুরনো বদভ্যাসের কাছে
ফিরে ফিরে যাই,
গোপন পকেটে রাখি হাত
অম্লান সব খুচরো গ্লানি।
##
আবারও বৃষ্টির কথাই ভাবি
যাবতীয় পূর্বাভাষ মিথ্যা হয়ে যায়।
----------------------------------------------
মিথ্যা পূর্বাভাষ -২
*****************
তিরতিরে জলে ভাসে ছাইরঙা মেঘ
মেঘের গভীরে সমস্ত বিচ্ছেদ
হেরে যাওয়া সমস্ত বর্ষাকাল,
ফেলে আসা যত বিকেল কুড়িয়ে
খেলা করে একচক্ষু মীন।
##
প্রতিহিংসা পরায়ণ এ শরীর থেকে
যাবতীয় যতিচিহ্ন খুলে আজ
নিতান্ত অহিংস জীবন।
##
ঢং করে আর
দাঁড়িয়ে কেন ? ভেতরে এসো -
চৌকাঠ তো আর সিয়াচীন নয়
ডিঙোলেই হয়...
অঝোর বৃষ্টির পূর্বাভাষ
কখনো কখনো মিথ্যা হয়।
--------------------------------------------
শেষ কথাটি...
************
আসন্ন বর্ষার আগেই তোমার সাথে
শেষ কথাটা সেরে নেওয়া দরকার,
তুমি নেমে আসবে বলেই -
সমস্ত নিরবতা জড়ো করেছিলাম,
পাখিদের ঘুমন্ত ডানার
যাবতীয় স্তব্ধতা গুছিয়ে রেখে
আবারও পথ চলি, পূর্ণদৈর্ঘ্য ছায়াপথ।
##
যে কোন শুভকাজের আগে
কেন যে একেকটা অলৌকিক কালো বেড়াল
অনিবার্য পথ কেটে যায়।
##
হলুদ শাড়ির পাশেই শেষ কথাটি
আজও দোল খায়, নিতান্ত অসহায়....
-----------------------------------------------------

৩টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র