যাজ্ঞসেনী গুপ্ত

মায়াজম
0

                              সিম্ফনি




ফাঁক- ফোকরগুলো
ম্যাজিক তাসের মতো
অবধারিতভাবেই লুকিয়ে থাকে
তবু সকালের সূর্যের লাল আভা
অদৃশ্য স্পর্শ দ্যায় এসে
তাকে ঠেকাবে কী করে?
বই-এর তাকে
সাতাশ লক্ষ মাইল জুড়ে
একটি বই ...
তার ঊনকোটি নম্বর পাতায়
লুকোনো জড়ুল চিহ্ন....
তাতে হাত রাখলে
পরাগের বনে বনে
নিশি হাওয়ায় বেজে ওঠে
গর্হিত বেঠোফেন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)