সৌম্য দে - মায়াজম

Breaking

১১ আগ, ২০১৭

সৌম্য দে


                    ইয়ে আদমি ঝুট হ্যায়




রম বালিশে শুয়ে থাকে আধঘুমো স্বপ্ন ।
ক্রোধের আগুনের মতো অমলিন পোড়ে গুচ্ছগ্রাম , শাল পাতার থালা , বিনয়ী বৈরাগী ।
শীতার্ত চোখে চেয়ে থাকা সদ্য জন্মা দরিদ্রতা
ঝাউবন খুঁজে ফেরে মরুর উঠোন ।
অসমাপ্ত কবিতায়...
বিরাম চিহ্ন নিয়ে এগিয়ে যায় নিষ্পন্ন হতাশা ।
ভাতের হাঁড়িতে ফোটে অনাহারীর ফুল ভোগের প্রত্যাশায় ।
দিন শেষে তরুণ কবির আক্ষেপের অক্ষরান্ত হয় মৌলবাদ , সমাজতন্ত্র , অপরিণত প্রেম ।
রৌদ্র তাপে রুপালি ইলিশের মতো মরে যায় কাছের আত্মীয়, ত্রিকোণের মেঘ ।
অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকের ঝোলায় উঁকি দেয় বজ্রপাত , তুমুল বন্যা , বনিয়াদি দুঃখ বিলাস ।
তবু এক রাজনীতিক তালুতে শ্রাবণ নিয়ে বলে কোথাও মেঘ নেই , মৃতের রক্ত ছুঁয়ে বলে এই শতাব্দীতে জখমের ইতিহাস শূন্য , আমরাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছি ।
দূরে এক জটাধারী লোক তিন বার থু মেরে বলে
ইয়ে আদমি ঝুট বোলতা হ্যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র