মারিজুয়ানা
ভোর পথে চেনা রোদ্দুর ব্যালকনিতে একটু একটু
করে বৃত্ত আঁকে আর শুয়ে থাকা নদী জেগে ওঠে রোজ
মৃদু বাতাসে দোলে ফুল ছাপ পর্দা, বারান্দার লতানে
আঙুলের হলুদ ছাপ সন্তর্পণে মুছে নিই গতকাল
রাতের সাপ্তাহিক আদরের রুটিনে
প্রেসার কুকারের হুইশেল রান্না ঘরের টুং টাং
চিংড়ী মাছের ম্যারিনেটে মিশতে থাকে
আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে
বেহায়া কবির প্রেমের গান
করে বৃত্ত আঁকে আর শুয়ে থাকা নদী জেগে ওঠে রোজ
মৃদু বাতাসে দোলে ফুল ছাপ পর্দা, বারান্দার লতানে
আঙুলের হলুদ ছাপ সন্তর্পণে মুছে নিই গতকাল
রাতের সাপ্তাহিক আদরের রুটিনে
প্রেসার কুকারের হুইশেল রান্না ঘরের টুং টাং
চিংড়ী মাছের ম্যারিনেটে মিশতে থাকে
আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে
বেহায়া কবির প্রেমের গান
মধ্য চল্লিশা রান্না করে ঘর সাজায় গাছে জল দেয়
মাঝে মাঝে একটি দুটি পথ চলতি ব্র্যাড পিট
জাগিয়ে দেয় বুকের ভেতর মায়াবী হরিণ কে
মন্দাক্রান্তার অর্জুন গাছের খোঁজ থাকে মনে
আলো ভাঙা বিকেলে মরে যায় সব রুপকথা
এ টুকুই গল্প, ছায়া পড়ে গেলে ফিরে যায় সব
কলম টি পড়ে থাকে খাটের কোনে
নিষিদ্ধ সঙ্গমের মতো কবিতা আছন্ন করে রাখে
গোটা দিন গোটা রাত গোটা জীবন ভর
ইলিউশান এ আঁকতে থাকি, এক সম্পূর্ণ নারী-----
মাঝে মাঝে একটি দুটি পথ চলতি ব্র্যাড পিট
জাগিয়ে দেয় বুকের ভেতর মায়াবী হরিণ কে
মন্দাক্রান্তার অর্জুন গাছের খোঁজ থাকে মনে
আলো ভাঙা বিকেলে মরে যায় সব রুপকথা
এ টুকুই গল্প, ছায়া পড়ে গেলে ফিরে যায় সব
কলম টি পড়ে থাকে খাটের কোনে
নিষিদ্ধ সঙ্গমের মতো কবিতা আছন্ন করে রাখে
গোটা দিন গোটা রাত গোটা জীবন ভর
ইলিউশান এ আঁকতে থাকি, এক সম্পূর্ণ নারী-----
সুচিন্তিত মতামত দিন