শুভশ্রী সাহা

মায়াজম
0
মারিজুয়ানা


Image result for picture of marijuana



রজা খুলে যাচ্ছে খুলে যায় আকাশ
ভোর পথে চেনা রোদ্দুর ব্যালকনিতে একটু একটু
করে বৃত্ত আঁকে আর শুয়ে থাকা নদী জেগে ওঠে রোজ
মৃদু বাতাসে দোলে ফুল ছাপ পর্দা, বারান্দার লতানে
আঙুলের হলুদ ছাপ সন্তর্পণে মুছে নিই গতকাল
রাতের সাপ্তাহিক আদরের রুটিনে
প্রেসার কুকারের হুইশেল রান্না ঘরের টুং টাং
চিংড়ী মাছের ম্যারিনেটে মিশতে থাকে
আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে
বেহায়া কবির প্রেমের গান
মধ্য চল্লিশা রান্না করে ঘর সাজায় গাছে জল দেয়
মাঝে মাঝে একটি দুটি পথ চলতি ব্র‍্যাড পিট
জাগিয়ে দেয় বুকের ভেতর মায়াবী হরিণ কে
মন্দাক্রান্তার অর্জুন গাছের খোঁজ থাকে মনে
আলো ভাঙা বিকেলে মরে যায় সব রুপকথা
এ টুকুই গল্প, ছায়া পড়ে গেলে ফিরে যায় সব
কলম টি পড়ে থাকে খাটের কোনে
নিষিদ্ধ সঙ্গমের মতো কবিতা আছন্ন করে রাখে
গোটা দিন গোটা রাত গোটা জীবন ভর
ইলিউশান এ আঁকতে থাকি, এক সম্পূর্ণ নারী-----

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)