তাপসী লাহা - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

তাপসী লাহা

শেহনাই


কটা শান্ত জল.....স্পর্শের প্রতীকরা
মিলিয়ে যাচ্ছে ক্রমশ...... দোটানায় নির্ভেজাল দূরত্বের এক ঘনাভ কন্যা
চুল বিলিয়ে বিলি কাটছে নিজের মনে.....কোন
এক রুদ্ধশ্বাস উদ্বেগ হাতে প্রেমিক উড়ছে....হাতে ভবিষ্যতের চাবুক,
প্রহারবিন্দুর অসমানুপাত থেকে উদ্বেগরা
মিলিয়ে যাচ্ছে এক ছটাক যুবতীকলোচ্ছ্বাসে।
দহজীবনের বিবিধধারায় স্পষ্ট হয়ে আসছে
আগমনের সংকেত....মায়ের আসার নির্ঘণ্ট ।
উৎসব নামক এক উজ্জ্বল আলোর বাঙময়
বিচ্ছ্যুরণ...কাজল দিয়ে
চোখ আঁকলে মেয়েরা মায়ের মুখ ধারণ করে।
মন পালটায় মেঘকন্যা।দ্রুত অঙ্গ সঞ্চালনে খসে পড়ে
দ্বিধার চাদর। শিউলি ভেজা বাতাস শুধু আশার কথায় টলটল।
নিস্তরঙ্গ ছন্দের পলকা বাতাস থেকে ধূপের গন্ধ
আর পদ্মপাতার স্বচ্ছ ফোটারা..... ঢাক বাজে
বুকে...অজানা কিছু এক প্রাপ্তির মত মূহুর্তরা কানে জানান দেয়..... এবার সে আসছে।
আনন্দ, উত্তেজনার ঝপেটে অস্থিরমনা সে ঘনাভ কন্যার বুক দুরুদুরু.... বাইরে ঢাকের
বোল...একযোগে দেবীর বোধন গীতি বেজে ওঠে.....আন্দোলিত চিত্রধারায়,
সবার খুশিমুখের একেবারে সামনে দূর্গতিনাশিনীর
সুষ্মিতলাবণ্যে নিজের পুষ্পার্ঘ্য নিবেদনে মগ্ন এক ঘনাভ কন্যার অবনত মাথার উপরে কে
যেন আপামর ভক্তিবাৎসল্যে..... পুষ্পবৃষ্টি তখন... 
নেপথ্যে তখন মিলাপের শেহনাই দেবীবোধনের ঘনঘটায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র