বলবো না ,, অন্দরে কেমন থোকায় থোকায় ফলে থাকে বিষাদ
গাছের শরীর ছুঁয়ে হিম ওষ্ঠ ,
নুয়ে থাকা ধান গাছের উপরে থমকে থাকে জাফরানী মেঘ ,
অভিমান আলপথে বসে এখন ডুবন্ত সূর্য দেখে রোজ,
মাথার উপরে উড়ে যায় ঘর ফেরা পাখির দল ,
বসে থাকি নৈঃশব্দ আর আমি ,
সে সব তোমার জানার কথা নয়
সুচিন্তিত মতামত দিন