বর্ণশ্রী বক্সী - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

বর্ণশ্রী বক্সী

কাশফুলের সংসার




           দূর থেকে মৃদু মন্দ বাতাসে 
ভেসে আসে অলৌকিক বার্তার শিউলি সুবাস
কাঠামোয় মাটি লাগে নির্মাণের, খোদিত হয় 
অপরূপ মায়া সৌন্দর্য মথিত নারী মূর্তি-
মোহিনী তনু বল্লরীতে সূর্যের তেজ!


ক্রমে শেষ হয় পিতৃপক্ষের তর্পণের রীতি 
'রূপং দেহী জয়ং দেহী যশঃ দেহী' মন্ত্র
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ তরঙ্গায়িত হয়ে 
সূচনা লগ্নে মাতৃকাশক্তির আরাধনার পক্ষ,

কাশফুলের শুভ্র পবিত্র মাধুর্য 
ঢাকের শরীরে যুক্ত হয়ে সুর তোলে
ঢ্যাং কুড় কুড়া কুড়   শব্দ ছড়িয়ে পড়ে 
অজানা ভাল লাগা জেগে ওঠে অন্তরের মূলে,

ধূপের স্নিগ্ধ গন্ধ মেখে দুর্গাপুজো 
শরতের প্রথম শিশিরে মহামিলন গীতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র