রত্নদীপা দে ঘোষ - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

রত্নদীপা দে ঘোষ


ফায়ারপ্লেস
কেমন আছ? আত্মহত্যার গ্লোরি?
নীলাভ ক্লান্তির সোডিয়াম? আনাচে কানাচে কাচের কিউরিওসিটি
ফের ভাগাভাগি বিউগলের বকবকম? খুঁটে খুঁটে চলো লেসারের গাছ, প্রতিবিম্ব, দূরবীনের ছানভিন
কায়াশালিখের চূর্ণী যেভাবে পরাশর নদীর পয়জন, অনুভূতি দিচ্ছে সর্প-অপেরার উড়নতুবড়ি
সঠিক তাপমাত্রায় নাচতে শিখে যাচ্ছে কমলরক্তের ফায়ারপ্লেস... আনাড়িপনা হে, আছো কেমন?
কেমন আছো সদ্যলিখিত ‘খুল যা সিম সিম’

বিয়োগপক্ষ
লাবণ্যের ডোরবেল। দুর-আবাসে ফোটনের কোয়েলিরা লাগিয়ে দিল প্রলেপ, ঘুম-মলম।
হাতছানি লেখা একমুখি মাইলস্টোনের দরজা, আসন্ন দোলন। একটা একটা কোরে খুলে যাচ্ছে ফাল্গুনী-বিষাদ। গতিচিহ্নের ডাকবাক্সে আঙুলের ঝিলিক, মাঠকলমের চিঠি কই?
নিদেনপক্ষে একটা চারাবৃষ্টির নাকছাবি অথবা নোলক, কিছুই কি নেই?
গমকের রোপণ, অন্তরালে বসে আছেন সাধক আড়বাঁশী। উপচে ওঠা রাগাশ্রয়ী বাঁক,

ওগো মুক্তিকোঠার অলখ-নির্বাণ। জানাবে কি একটিবার, পৃথিবীর ওজন-হ্রাসের কারণ...

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র