শিপ্রা (লাভলি) - মায়াজম

Breaking

১৭ এপ্রি, ২০২০

শিপ্রা (লাভলি)




উষ্ণতার কাছে ঋণী
পেক্ষারা সবসময় সুন্দর নয়, কিংবা সব প্রতীক্ষা অসুন্দর নয়——
কিছু বলা এবং শোনার সিন্থেসাইজারে পুড়ছে সন্ধ্যে
যেখানে কথা আছে, ছায়া মূর্তির নিস্তব্ধতায়
শঙ্খচিল ডানায় শীত মখমলের পালক, নীরব ঠোঁটে এঁকে দেয় অমৃত চিহ্ন!!
তখন ঈশ্বর আর প্রকৃতি এক হয়——
শিশির পতনের রাত, শুধু যুগান্তকারী সাক্ষ্যের মুখোমুখি
শীত টুপি, নীল জ্যাকেট থেকে বেরিয়ে আসা সুগন্ধির আলিঙ্গন
কুয়াশাচ্ছন্নতা হিমেল বাতাস, ঘন উষ্ণতার কাছে ঋণী!!
তারপর কেমনযেন সর্বত্র সেই একের ভেতর একাকার——
দীর্ঘ কালো আকাশে, একবুক ভালোবাসারা শয্যা
তুমি-আমি বিভেদ বলে থাকে না কিছু
জলপাই রঙের ওমে জড়িয়ে থাকা প্রজাপতি!!
এ-গলি ও-গলি বড্ড কাছের, ভীত নেশাতুর চোখ
একান্ন পেরুনো পৌষের মাখামাখি
সরষে হলুদ বসন্তে নিবিড় সামিয়ানার ছাও
আড়াল এবং কোলাহল ঠেলে এগিয়ে যায়, চাপা আঁধার গভীরতায়!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র