তাপসী লাহা

মায়াজম
4
ইন্টারল্যুড



কান আর নাকের ডগায়

বিঁধে গেছে সাত্তিক জ্বর

অঘোরীর ঘোর কই!

নিভিয়ে দাও পোড়া পার্বণ জন্মের

অসৎ দ্বিধায় এক

চিনেছি শুকনো কালসিটগুলোকে

গুমরের রাত দীর্ঘায়িত কথামালা আদল দেখে

চিহ্ন ফিরে আয় আয়নার অর্বুদে।

মারণমন্ত্রে সেজে উঠেছে কোজাগরী রাত

বড় ভয় আজ পৃথিবীর ঈশ্বরের----

মুষ্ঠিবদ্ধ হাতের নাগাল ছোঁয়াচ বাঁচায়

পতনের এক অনভিশ্রুত ইতরগঙ্গায়

হেরে গেছো এটাই সেই অমোঘ সত্য হে আহাম্মক!

রিপুতাড়িত মহাভারতের জননায়কগণ

পালটে গেছে চাল আজ পাশায় উঠে আসছে প্রকৃতির গ্রাস

আর তার প্রত্যেক আক্রমণের উপগত ক্ষণে

উপবিষ্ট দর্শকমহল ঠাসা মানবতাড়িত প্রকৃতির ঔরসে

দুপায়াদের বিমূঢ় নৃত্যে সার্কাস আজ জমজমাট

তাড়িয়ে উপভোগ করছে দুটো রক্তবর্ণ করাল চোখ

এসব ভোলবদলের আমেজী ইন্টারল্যুড।

একটি মন্তব্য পোস্ট করুন

4মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন