শাশ্বতী নন্দ

মায়াজম
0
রিং মাস্টার


ই ক্রিমসন রেড টেইলড্‌ কোট,
ব্ল্যাক টপ হ্যাট- কী যে লাগছে তোমায়!
দর্শক আসনে রোমাঞ্চিত আমরা
রুদ্ধশ্বাস মন্ত্রমুগ্ধ তৈরি টানটান,
একে একে দেখে যাই ট্র্যাপিজের খেলা
ডেথ গ্লোব, জিয়ন সমাধি, কত ভেলকি,
মুচমুচে ক্লাউনামি, বামন হাসিমশকরা।

তোমার ঝলসে ওঠা চাবুকে,
শকথেরাপি আর অঙ্কুশের ম্যাজিকে
নাচে বাঘ-ভালুক-সিংহ, হাতি-ঘোড়া-গণ্ডার,
ওই যে উঁচুতে ওই দড়ির ওপর দিয়ে
একা একা হেঁটে যায় মোহিনী স্বল্পবসনা-
পড়ে যেতে পারে, তাতে কী! ওতেই তো মজা।

একদিন হঠাৎ ঘুরে দাঁড়ালে আমাদের দিকে
এবার আর কোনও মজা নয়
নামতে হবে সবাইকে ওই রিং-এ, এই সার্কাসে-
তুমি মালিক, তোমারই হাতুড়ি-মুগুর-ডাঙশ
হুইলস অফ ডেথের জিমন্যাস্টিকস,
পিষে যাচ্ছি চাকায়
আগুনের রিং পেরোতে পেরোতে আগুন আমরাও-

তবু দ্যাখো জিয়ন সমাধি ফুঁড়ে ঠিক
উঠে আসে কোনো না কোনো প্রমিথিউস
তাকে ঘিরে চারপাশে ফুঁসে ওঠে ভিড়
ঝড়ে ওড়ে ব্ল্যাক টপ হ্যাট
হাত পড়ে ক্রিমসন ঠাটেবাটে
পালাতে পালাতে তুমি বুঝে যাও
ফুরোলো তোমার এ পালা রিং মাস্টার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)