অনিমেষ সিংহ

মায়াজম
0



।।জোকার।।

জোকারকে ভালো লাগে, একেকসময়--

মুখ যা বলে, তা বলেনা চোখ।
আবার চোখ যা বলতে চায়, তার বিপরীতে হাঁটে হাত!
ভালো লাগে, বসন্ত সন্ধ্যায়, তুমি যখন শুকনো পাতা মাড়িয়ে চলে যাও---
দীর্ঘ বিচ্ছেদে

ভালো লাগে, জোকারি আমার। চারিদিকে সার্কাস ভীড় করে, 
জীবনটা মনে হয়, পোলভল্টের মতো-
গোলাকার,
 রিং-মাষ্টারের বৃত্তে আবদ্ধ এক বাঘ।

জোকার--

তোমাকে যদি, মসনদ দেয় সম্মিলিত জনতা!
-----যারা হাসিখুশী থাকতে ভালোবাসে,
তবে, তুমি কি নিজেই হাসবে, সমস্ত প্রটোকল ভেঙে!
না-কি, আমরা লুটিয়ে পড়ব, হাসিতে!

জোকার, তোমাকে দেখি
-- সাম্রাজ্যের ভীষণ অসুখে 
-- মানুষের মরদেহে দাঁড়িয়ে তুমি, উল্লাস করো

তোমার, চোখ যা বলে, মুখ তা বলে না।
মুখ যা বলে, হাত তার বিপরীতে হাঁটে! 

আমি, হাসতে পারছি না আর।

--চারিদিকে, ক্ষুধার্ত মানুষ,
--চারিদিকে, স্বপ্নের লাশ;

©

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)