কচি রেজা

মায়াজম
1
কফিন



কটা কফিন তো এবার আঁকাই যায় নিজের জন্য, তাইনা?
চেনা অচেনা অনেকেই কফিন না এঁকেই চলে গিয়েছে
আমার আঁকার হাত একটু আধটু আছে , জেনেছে তারা
এবার তুমি কালো পোশাক পরে সবচেয়ে উঁচু
ঘাসের পাহাড়টায় উঠে যেতে পারো
গতকালকের রাতটি
নিভু নিভু তারাসহ জ্বলেছে ধ্রূবতারা
শেষ বাঁশি বাজিয়ে পাহারাদার চলে গেলে
এত বিভোর ঘ্রাণ
যেন কারুর বাগানে ফুটেছে কাঠালিচাঁপা
একদিন খুব ভোরে নদীপারের কুয়াশা মাখতে মাখতে
যেমন সহজসাধ্য আয়াসে
শাড়ির পাড়
কাঁধের উপর আঁচল ঠিক করি
সেই ভাঁজ
সেই উদ্ভাসনে
বেলার দিকে তাকিয়ে আর কি চর্চা করা যাবে
বিকেল,মাঠ,পুড়ে যাওয়া একেকটি দুপুর?
পারব তো আবার?
পুরো হেমন্তে ঝরেছে বাদাম আর শুকনো পাতার যৌথরা
এখন দিন কাটে রাতের মতন
এক ফোঁটা অন্ধকারের জন্য সারারাত অপেক্ষা
তখন আমার যে কুকুর টিকে নিয়ে ভোরে হাঁটতাম
ক্রমশ লাফাত পিছনে পিছনে
কুকুরটা যদি আমাকে ভুলে যায় এই অদর্শনে
এই লকড ডাউন সময়ে ?

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন