গোপা বসু - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

গোপা বসু

নিজের সঙ্গে একা



ইতো বেশ আছি
অন্তরীণের আওতায়
চেনা অচেনার পরিধির নিরাপদ দূরত্বে
স্বায়ত্তশাসিত ঘেরাটোপে নিজের মতো একা
দূরবীনে গাঁথা হাক্লান্ত চোখ চায় কর্মবিরতি
বড়ো ভাবনায় ঘরের চালের ফুঁটো ভুলে থাকা
মেঘ রৌদ্র বৃষ্টির সাথে খাই খাই জোৎস্নার
অনভ্যাস একজন ঘরামীর আশু প্রয়োজন
শুনি ইতিহাসের রক্তাক্ত অশান্ত পদচারণা
ভাঙ্গনের ঝড় দহনের প্রতিক্রিয়া নিকষ অন্ধকার
আমি আর জনাকীর্ণ রাজপথে যাইনা এখন
সাতে পাঁচে বা সাতান্ন অথবা পঞ্চান্নতেও নয়
অলিগলি তর্কবিতর্ক দলাদলি আর অন্তর্জাল
সবের আঁচ থেকে সন্তর্পনের এই যাপনপট
আমাকে থাকতে দাও এই একান্তে
এইতো বেশ অন্তরের অন্তস্থলে
নীরবে নিভৃতে পুরোনো স্মৃতি হাতড়ানো
মনখারাপের কামড়ে বিচ্ছিন্ন একলা জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র