অন্য ভাত অন্য ভারত
তোমাদের ভারতবর্ষে তখনও ওয়াটার পার্ক
বসেনি। বসেনি গলুইয়ের পাশে হাড়হিম করা
মার্কারি লাইট!
দু, একটা ফ্ল্যাট
#
ভোর থাকতে থাকতে
বাবা নকু মড়লের সাথে বেরিয়ে পড়েছে।
কাঁধের উপর টিন ভর্তি খেজুর গুড়
আর এক হাতে পাল্লা...
#
সুন্দর ফর্সা রমণীরা জানালা থেকে ফেলে দিত
কাগজে মোড়া প্যাকেট
আর তার দাগ লেগে থাকতো বাবার জামায়!
কখনও প্রতিবাদ করেনি বাবা
নকু মড়ল...
এ ভারতবর্ষ তোমাদের!
#
বাবা বাড়ি ফিরলে দেখতুম
জামার গায়ে ফুটে ওঠা নুন খড়ি দাগ ভারতবর্ষ!
অসাধারণ! শ্রদ্ধা নেবেন কবি...
উত্তরমুছুনভালো লেখা।সুন্দর।ভালোবাসা কবিকে ও সম্পাদককে।
উত্তরমুছুন