চঞ্চল নায়েক

মায়াজম
0
প্রার্থনা






জকের সূর্যাস্ত রেখে গেলো
আগামীর কিছু টুকরো আলিঙ্গন
দুটো তালগাছের ফাঁকে দেখলাম
মায়ের কপালের লাল টিপ...
অস্তগমনের পূর্বে রেখে গেছে
একরাশ স্নেহ আর স্বস্তির নিশ্বাস...
এ পাড়ার হাট এখন সরে গেছে
বাগদীদের বুড়িরা এখনো শাখ তোলে
পশ্চিমের আকাশে থেকে
সারিবদ্ধ কাকেরা ফিরে আসছে...
রাত নামার আগে দেখে নিচ্ছি
আমাদের দিনযাপনের শেষ দৃশ্য
জীবন বড় কৌতুহলী
যাচাইয়ের মাত্রা বেড়ে যায় ক্রমশ
সময় গড়িয়ে যাচ্ছে, আঁধার বেঁধে ফেলছে
চলো, চাঁদের জন্য প্রার্থনা সেরে ফেলি...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)