জল জ্বলে
★
১
ঘাট পড়ে আছে, নৌকা নেই
জলে ভাসে শোক
একা মাঝি একা, একা—
লাল জুতো পায়ে
কচুরিপানায় তুলে রাখে
তার ফুটিফাটা চোখ!
২
এটুকু জলকে বলা
আবার আসিও ফিরে
মাছের যোনিতে ঢেউ ভাঙে
নদী পাড়ে কোন শোকে
জালের ভিতর জ্বলজ্বল করে
আমাদের নাড়ি, নক্ষত্রলোক!
৩
জোছনারা জলে পড়ে
জল জ্বলে—
বাতাসার মতো চাঁদ
শরীর না পেয়ে, মাথা কোটে
ফুটো আকাশের; লাল-নীল তলে
ভীষণ ভালো। এবং কবির অন্য রকম এক পরিচয়।
উত্তরমুছুনপ্রিয় কবিকে নতুন করে আবিষ্কার করলাম!
উত্তরমুছুন