ক্লাসরুম
সোনালী মিত্র
জ্যোৎস্না দিদিমণির বয়স বাড়ে না।
ব্ল্যাকবোর্ডে জলের সমীকরণ এঁকে কি অবলীলায়
ভেঙে দিতে থাকেন অক্সিজেন এবং হাইড্রোজেনের মহাজাগতিক সঙ্গম।
তামাম গোঁফের রেখায় তখন ছেলেদের টিফিন বেলার খিদে
পার্থিব সংকেত ভুলে দিদিমণি গুছিয়ে নেন তার পিনকরা
আঁচলের টুকরো অসুখ।
ছেলেরা মুগ্ধ চোখে দেখে নীল শাড়ির আড়াল থেকে চোরাগোপ্তা নাভিসমুদ্রের গর্জন
ওরা জানে,চক্ষুসুখের জ্যোৎস্না গড়িয়ে যাবে তাদের
সন্ধ্যাকালীন ভৌতবিজ্ঞানের দিকে।
ঘন্টা পড়া বাকি।ছেলেরা একে একে পড়া বলবে ভবিষ্যৎ হতে চেয়ে ।
দিদিমণির রিং টোনে "ভালবেসে সখী নিভৃত যতনে" বাজতে থাকবে অনায়াস।
ক্লাসে সবাই জানে জ্যোৎস্না দিদিমণির ছাদ ফাটিয়ে একটা বটগাছ উঠে গেছে
দাম্পত্য বিচ্ছেদের আকাশ ছুঁয়ে
যার বয়সের হিসাব রাখে না স্কুলের জারুল গাছ।
জ্যোৎস্না দিদিমণির বয়স বাড়ে না।
ব্ল্যাকবোর্ডে জলের সমীকরণ এঁকে কি অবলীলায়
ভেঙে দিতে থাকেন অক্সিজেন এবং হাইড্রোজেনের মহাজাগতিক সঙ্গম।
তামাম গোঁফের রেখায় তখন ছেলেদের টিফিন বেলার খিদে
পার্থিব সংকেত ভুলে দিদিমণি গুছিয়ে নেন তার পিনকরা
আঁচলের টুকরো অসুখ।
ছেলেরা মুগ্ধ চোখে দেখে নীল শাড়ির আড়াল থেকে চোরাগোপ্তা নাভিসমুদ্রের গর্জন
ওরা জানে,চক্ষুসুখের জ্যোৎস্না গড়িয়ে যাবে তাদের
সন্ধ্যাকালীন ভৌতবিজ্ঞানের দিকে।
ঘন্টা পড়া বাকি।ছেলেরা একে একে পড়া বলবে ভবিষ্যৎ হতে চেয়ে ।
দিদিমণির রিং টোনে "ভালবেসে সখী নিভৃত যতনে" বাজতে থাকবে অনায়াস।
ক্লাসে সবাই জানে জ্যোৎস্না দিদিমণির ছাদ ফাটিয়ে একটা বটগাছ উঠে গেছে
দাম্পত্য বিচ্ছেদের আকাশ ছুঁয়ে
যার বয়সের হিসাব রাখে না স্কুলের জারুল গাছ।
দেখা যাচ্ছে
উত্তরমুছুন