মৌমিতা চন্দ্র

মায়াজম
1

শব্দরঙ



অবগাহন কে স্থিতি দিয়ে
তার লাসকাটা পুরোনো ঘরে-
ক্রমশ বাসি হয়ে গেছে সাময়িক অতিকথন,
পাথর নুড়ি বালি যার অস্থির প্রিয় রঙ

তার দানাভর্তি খোঁজে -
সন্তর্পণে হেঁটে যায় সাপ্তাহিক শব্দছক
এমন কিছু দেখলেই ভাঙা চিলেকোঠার
আনাচ-কানাচ থেকে লাফ দিয়ে নামে
উপর্যুপরি শব্দেরা

উবাচ বলতে এটুকুই সত্যি -
ওদের সম্পর্কে কোনো ভবিষ্যত বানীই কাজ দেয়নি,
যাবতীয় দুর্ভাবনা সত্যি করে
সাত স্তরে ছুঁয়ে ফেলেছিল পরিস্থিতির কানাগলি

এত কান ফাটানো শব্দে
কিছু নিয়ম ভাঙ্গার রোদে
আমার সমস্ত প্রিয় রঙে বাসি হলুদ লেগে যায়।।


একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন