অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

অনুপম দাশশর্মা



ব-রং ভাসা যাক 






রংয়ের তুলিটা সামনেই ছিল, খাপে খাপে নানান রংয়ের স্বয়ংবর
কোনটায় হবে মনের সেঁজুতি, কোনটায় বা উড়ো ঝড়
সময় ছিলনা নাড়াচাড়ার
চেখে নেবার নতুন চোখে সেদিন কৈশোরের স্বপ্নচর

ভাললাগার রং ছড়িয়ে পড়ত পড়শী ঘর থেকে
কলেজ ক্যাম্পাসে
কখনও চিরকুট হাতেনাতে ধরায়
হাজিরার বসত অভিবাবকদের এজলাসে

বসন্ত বরনের দিন থরথর হাত উল্লসিত সিঁথি ভরাবার আবীরে
হলুদ বনের পাতায় পাতায় মন-বিনিময় গভীরে
ঋতু সংকটে মূর্ছা যায়না বসন্ত
কৃষ্ণচূড়ায় হিম পড়লে কোকিলের প্রসব বেদনা ওঠে
ইচ্ছে-শঙ্খে ফুঁ দেওয়ার হাওয়ায়
পলাশের রং লাগে ঠোঁটে

কলমের মুখে ভীড় করে খুশীর ললিতরাগেরা
রঙ্গীন স্মৃতিরা ঘুমিয়ে থাকা হৃৎকম্পনকে ডেকে তোলে
ধূসর ত্বকের প্রগলভতায়
কেউ না কেউ কারোর জন্য নির্ধারিত থাকেই
কিছু মুহূর্ত রঙ্গীন হবার বশ্যতায়

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র