মলয় রায়চৌধুরী - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

মলয় রায়চৌধুরী


বড় শখ ছিল গো




বড় শখ ছিল গো মিমিক অক্টোপাস হয়ে সমুদ্রে ঘাপটি মেরে থাকি
রঙ পালটাতে থাকি সরকারি সিংহাসনের চালিয়াত রঙে
পাশ দিয়ে কেউ গেলেই তাকে জড়িয়ে চুমু খেতে-খেতে খেয়ে ফেলি
বড় শখ ছিল গো ক্যামেলিয়ন হয়ে গাছের ফাঁকে লুকিয়ে থাকি
কখনও সবুজ কখনও লাল কখনও গেরুয়া রঙ ধরি
জিভটাকে হঠাৎ ছুঁড়ে দিয়ে আঠায় আটকে মুখে পুরে গিলে নিই
বড় শখ ছিল গো পুরুষ গিরগিটির মতন রাগে রঙবাজ হই
প্রতিদ্বন্দ্বী নজরে পড়লে তাকে ঘাড় নেড়ে তাড়া করে মারি
সে ভেগে গেলে মাদি গিরগিটিকে সিটি মেরে প্রণয়ে কাৎ করি
বড় শখ ছিল গো প্রেমে টইটুম্বুর সিংহের মতন কেশর কালো হয়ে উঠুক স্যাভানার মাঠে হাঁ-মুখ খুলে জিভ ঝুলিয়ে ডাক পাড়ি
বুনোমোষ চ্যাংদোলা করে দলে-দলে চলে আসুক ঋতুমতী সিংহীরা
শখ মেটাতে পারলুম না গো কোনো জন্তুই হতে পারলুম না
আপশোষ আপশোষ আপশোষ আপশোষ আপশোষ হায়
মানুষ থেকে গেলুম আর কখনও রঙ পালটাতে পারলুম না






1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র