সঞ্জয় সোম - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

সঞ্জয় সোম



সাদা থানে বসন্ত




বসন্ত এসেছিল বহুকাল আগে,প্রাণপুরুষের সাথে,
লাল ছিল সিংহ ভাগ,হলুদ সবুজ বাহারিও ছিল
সপ্ত বর্ণ উড়েছিল কোরাসের তালে,
চলে যায় অকস্মাৎ মাঝে রেখে পথে ।

বসন্ত চলে গেল চিরতরে,এল শুধুই বরষা ,
শীত,গ্রীষ্ম,শরৎ ছাপিয়ে,শ্রাবণ ধারায় ভাসে মিশ্র রং
ধূসর-ফ্যাঁকাসে চিরস্থায়ী হয় সাদা থানে জীবন ।

তুমি এলে রঙিন স্বপ্নঝুরি নিয়ে ,
সাদা থানে দিলে রং,
রং নাকি যায়নি ফুরিয়ে ।

একি হল হায় ! কলঙ্ক নাকি লজ্জা বোঝা না যায় !
পলাশ রঙে ফাগুন এনে,হারানো বসন্ত ফিরিয়ে দিলে হাতে ,
সাদা থান হল রঙিন,কৃষ্ণচূড়ার সাথে ।

মগ্ন হই স্বপন গড়ার ,পলাশ কৃষ্ণচূড়ায়,
দিলে বার্তা যেতে হবে চলে ,
সাদা থানে যন্ত্রণা বেঁধে,নতুন বসন্ত ছুঁলে ।





1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র