অংশুমান মিশ্র - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

অংশুমান মিশ্র




রঙ্গোলী 



 ফুলের চেয়ে মানুষের রঙ কিছু বেশি একথা পরীক্ষিত সত্য হতে এখনো আরো বহুশতক অপেক্ষা লেগে যাবে --- তবু শুধুমাত্র একটি মানুষেরই যে ঘনঘোর বর্ণচ্ছটা তার মাপজোখ অযুতনিযুতের অঙ্ক ছাড়িয়ে চলে যেতে পারে বর্ণহীন অজানা কোনো দ্বিপে --- ফুলে-ফুলে ফাগ রঙ বোনা যায় ; পাখিদের অভ্রপালকে আর প্রজাপতিদের পাখনায় যত রঙ আছে একসাথে পিষে ফেলে ছুঁড়ে দেওয়া যায় স্বপ্নচৌকাঠে ! গাছ , পাখি , ফুল আর পতঙ্গদের রঙ মাখামাখি হয়ে বর্ণচোরা জেলি হয়ে যায় একথা পরীক্ষিত শুধু বহুবর্ণ মানুষেরা মিশ খেয়ে একাকার হয়ে গেল এই ছবি দুর্লভ ! মানুষে মানুষে সহজে মিশ খায় না যদিও মানুষের সব রঙ বেশ সুচারু হারাতে পারে মৃত্তিকায় --- মাটি ভেজে বৃষ্টিতে প্রথমে সোঁদা ও পরে পচনশীল গন্ধবিপাক নাকে টেনে নিয়ে পরীক্ষক মাথা নেড়ে বলে ---- ' এই এতদিনে মিশ খেলো তবে ' ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র