দেবাশীষ হালদার - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

দেবাশীষ হালদার




হাঁটি হাঁটি পা পা




মায়ের কোলে বসে অবাক দৃষ্টিতে পৃথিবী দেখা
প্রথম বর্ণপরিচয় মা,
তারপর হাঁটি হাঁটি পা পা
রাজকন্যার গল্প শুনিয়ে মা বলত
আমার সোনার চোখে এবার নামবে ঘুমপরীরা।
সকাল হতেই ঘুম ঘুম চোখে মায়ের স্পর্শ
আর কত ঘুমাবি খোকা
চোখে জল দিয়ে দিদিদের সাথে পড়তে বসা।
রোদ গড়াতেই সাইকেল টায়ার হাতে রাস্তায় ছোটা
এ গলি ও গলি কখনও ঘাসের বুকে ফড়িং ধরা
বৃষ্টি নামতেই কাগজের নৌকায় ভেসে যাওয়া
মায়ের কত বকা ঝকা আর ভিজিস না
শামুক ঝিনুক খলসেমাছ নাদায় পুষে হত কত মজা
ঘুড়ি লাটাই হাতে বিকেলের মাঠে বড়দের সাথে পাল্লা
ঘুমের দেশে স্বপ্নের রাজকন্যাকে নিয়ে ঘর ঘর খেলা
তারপর বড় হওয়া
স্কুল থেকে পালিয়ে জমানো পয়সায় সিনেমা দেখা
বিকেল হতেই নদীর ধারে ছুটে যাওয়া
টিউশনির বান্ধবীরা তখন স্বপ্নের রাজকন্যা
ছিল না সাহস তাই চিঠিগুলো বুকেই রইল জমা
বছর না ঘুরতেই তোমার সাথে দেখা,
প্রথম ভালবাসা তবুও প্রেম রইল অধরা
জ্বলন্ত সিগারেট দিল ঠোঁটে উষ্ণতার ছোঁয়া
নির্ঘুম রাতে তোমাকে চাওয়ার এক অদ্ভুত নেশা
স্বপ্নের রাজকন্যা কাগজের বুকে ঢাকে নগ্নতা, কবিতা
চাওয়া না পাওয়ার মাঝে কেটে যাই দিন, শূন্যতা
পৃথিবীর বুকে আবার হাঁটি হাঁটি পা পা...।।

মায়ের কোলে বসে অবাক দৃষ্টিতে পৃথিবী দেখা
প্রথম বর্ণপরিচয় মা,
তারপর হাঁটি হাঁটি পা পা
রাজকন্যার গল্প শুনিয়ে মা বলত
আমার সোনার চোখে এবার নামবে ঘুমপরীরা।
সকাল হতেই ঘুম ঘুম চোখে মায়ের স্পর্শ
আর কত ঘুমাবি খোকা
চোখে জল দিয়ে দিদিদের সাথে পড়তে বসা।
রোদ গড়াতেই সাইকেল টায়ার হাতে রাস্তায় ছোটা
এ গলি ও গলি কখনও ঘাসের বুকে ফড়িং ধরা
বৃষ্টি নামতেই কাগজের নৌকায় ভেসে যাওয়া
মায়ের কত বকা ঝকা আর ভিজিস না
শামুক ঝিনুক খলসেমাছ নাদায় পুষে হত কত মজা
ঘুড়ি লাটাই হাতে বিকেলের মাঠে বড়দের সাথে পাল্লা
ঘুমের দেশে স্বপ্নের রাজকন্যাকে নিয়ে ঘর ঘর খেলা
তারপর বড় হওয়া
স্কুল থেকে পালিয়ে জমানো পয়সায় সিনেমা দেখা
বিকেল হতেই নদীর ধারে ছুটে যাওয়া
টিউশনির বান্ধবীরা তখন স্বপ্নের রাজকন্যা
ছিল না সাহস তাই চিঠিগুলো বুকেই রইল জমা
বছর না ঘুরতেই তোমার সাথে দেখা,
প্রথম ভালবাসা তবুও প্রেম রইল অধরা
জ্বলন্ত সিগারেট দিল ঠোঁটে উষ্ণতার ছোঁয়া
নির্ঘুম রাতে তোমাকে চাওয়ার এক অদ্ভুত নেশা
স্বপ্নের রাজকন্যা কাগজের বুকে ঢাকে নগ্নতা, কবিতা
চাওয়া না পাওয়ার মাঝে কেটে যাই দিন, শূন্যতা
পৃথিবীর বুকে আবার হাঁটি হাঁটি পা পা...।।




1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র