প্রমিশ প্রতিম পাঞ্জা - মায়াজম

Breaking

১৫ মার্চ, ২০১৫

প্রমিশ প্রতিম পাঞ্জা


মৌন রঙে



অন্তিম সজ্জা পেতেছে,নদীর অভিমানি বালুচর।
তবুও থেকে যেতে চায় কিছুটা দীর্ঘশ্বাস।

গভীর রাত্রি পর্যন্ত ছড়িয়ে ছিল,আব্দার ডোবার শব্দ,
বিলাসি চাঁদের রঙ ছায়াটানা মেঘের একপাশ জাগিয়ে,
বাক্ ফেরার প্রতিক্ষায়।

প্রিয়ার লাজে উপবাসী যে রং-
তার গন্ধ ফুটে ওঠে আমার জন্ম জাতকে।
বিষাদি বুকের ছাতিম তলায়,অনন্তভাবে বেজে ওঠে -
ফাগুন সানাইয়ের সহস্র রঙ।

নদীর আত্মা ছেড়ে, সব্বাই চলে যাবে শান্তি পর্বে।
কেবল মধুময় সম্পর্ক্য চিরদিনই চিনে নেবে-
প্রতিটি প্রজন্মের রঙ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র