অর্ণব চট্টোপাধ্যায়

মায়াজম
0

ছাপোষা স্তবের মত রঙ




সন্ত্রাসী আলোর ভিতর
রঙ ফিরে আসে
-অনিবার্য মুদ্রায়;

এবার ঢেউ ছুঁয়ে ছুঁয়ে
বিষাক্ত রঙিন হয়ে ওঠা।

ঈশানের বিষণ্ণ মেঘ -
তোমার ফেরার পথে
মাথা তোলে।
অগণ্য রেণুর মত
ওড়ে রঙ

সেই ছাপোষা স্তবের মত রঙ
সেই এক ধূসর আদলময়
স্বর ছিঁড়ে বসা

আর জাল বোনা একা একা।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)