দর্শনা বোস

মায়াজম
0

এপিঠ ওপিঠ





অবচেতনের প্রিজ্মে
প্রতিসৃত যন্ত্রণার নিরবচ্ছিন্ বর্ণালী
দেখতে দেখতে ভুলে যাই,
নিঃশেষিত সবটুকু কোষরস।

চাঁদের এপিঠ ওপিঠ
মেপে ফেলা শেষ হয়ে গেলে,
সদ্য ফেলে রাখা খোলসের ঢঙ
বলে দেয়,
পূর্বরাগে এখন গোলাপের রঙ ফিকে।









একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)