দেবাশীষ হালদার - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

দেবাশীষ হালদার

ক্ষমা কর 





কে এল কে গেল হিসেব রাখি নি
মন শুধু ভালোবাসতে জানে, ভালোবেসে গেছি।
মরুভূমির বুকে মরে যাওয়া নদীরা
আজ বইছে তীব্র বেগে
তাদের গতিপথে সৃষ্টি করেছে সভ্যতা,
নিজের চোখের জলে ভিজেছিল যে সব বৃষ্টিরা
আজ তাদের হৃদয় গর্ভবতী
মাটির বুক করেছে শস্যশ্যামলা,
ভালোবাসতে আমার কোনো ক্লান্তি নেই।
এখনও কিশোরীর আলতা রাঙা পা দেখলে থামি
অবাক দৃষ্টিতে চেয়ে দেখি সৃষ্টি,
আঁচল হতে কাঁচা আম তেঁতুলের গন্ধ পেলে বলি
আমায় একটু দিবি?
হে ঈশ্বর আমায় ক্ষমা করো
ভালোবাসতে আজও তোমার দেওয়া পুরুষাঙ্গ
ব্যবহার করতে পারি নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র