হোম কবিতা নবকুমার পোদ্দার নবকুমার পোদ্দার personমায়াজম এপ্রিল ১৫, ২০১৫ 0 share বোধ আমি আমাকে আমার মধ্যে মাঝে মাঝে খুঁজে বেড়াই কখনো পাই, কখনো পাইনা। এরই মাঝে অভিধানটুকু ঘেঁটে নিই সারারাত ধরে পরজন্ম গোছগাছ করি ঢুলু চোখে দেখি হেসে উঠছ তুমি... মোড় ঘুরে ঘুরে কোমর কে জানালা বানাও। আমার বোধ বারোমাস খেলা করে আমার ই আরাম কেদারায়। Tags কবিতা Facebook Twitter Whatsapp নবীনতর পূর্বতন
সুচিন্তিত মতামত দিন