নবকুমার পোদ্দার - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

নবকুমার পোদ্দার

বোধ






আমি আমাকে আমার মধ্যে মাঝে মাঝে খুঁজে বেড়াই
কখনো পাই, কখনো পাইনা।
এরই মাঝে অভিধানটুকু ঘেঁটে নিই
সারারাত ধরে পরজন্ম গোছগাছ করি

ঢুলু চোখে দেখি
হেসে উঠছ তুমি...
মোড় ঘুরে ঘুরে কোমর কে জানালা বানাও।
আমার বোধ বারোমাস  খেলা করে আমার ই আরাম কেদারায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র