নবকুমার পোদ্দার

মায়াজম
0
বোধ






আমি আমাকে আমার মধ্যে মাঝে মাঝে খুঁজে বেড়াই
কখনো পাই, কখনো পাইনা।
এরই মাঝে অভিধানটুকু ঘেঁটে নিই
সারারাত ধরে পরজন্ম গোছগাছ করি

ঢুলু চোখে দেখি
হেসে উঠছ তুমি...
মোড় ঘুরে ঘুরে কোমর কে জানালা বানাও।
আমার বোধ বারোমাস  খেলা করে আমার ই আরাম কেদারায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)