শাশ্বতী সরকার - মায়াজম

Breaking

১৫ এপ্রি, ২০১৫

শাশ্বতী সরকার


অন্যপূর্বা





আমার বিশ্বাসের চারা অঙ্কুরিত হয়েছিল এক বাগানে
গ্রীষ্মের খরতাপ এসে শুকিয়ে দিল সে বাগান
সুদক্ষ মালী তাঁর নিপুণ হাতে
সে চারা তুলে রোপণ করলেন আর এক বাগানে
যেখানে কোনো গ্রীষ্ম নেই
সারা বছরই বৃষ্টিপাত
চারা ক্রমে গাছ হল
শিকড় ছড়ালো সেই মাটির গভীরে
প্রসারিত হল ডালপালা
ফুলে ফুলে ছেয়ে গেল সে গাছ।
এখন অন্য বাগান তাকে ডাকে, ‘আয়
আর এক বার তোর বসন্ত নিয়ে আয়’
গাছ সে শূন্যে তাকিয়ে বলে
আমার তো আর যাবার উপায় নেই
আমার শিকড় এখন অনেক গভীরে
আমি বরং এখান থেকে আমার ফুলের
সুবাস ছড়িয়ে দিই – তুমি কেবল মুগ্ধ হও
সে আবেশে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র