দেবল নস্কর

মায়াজম
0

একটা অন্য স্বর্গ






একটা কবিতা পাগল খুঁজে ফিরছে অক্ষর...
হলুদ পাখির পালকের নীচে
জমে থাকা উষ্ণতায় কলম ডুবিয়ে
তাকে লিখে চলেছে অবিরাম...
পাগলের বুনো ঠোঁট
মুখের পলিত ঊষরতা -
আর তারও পরে ধুলো বুকের আদিম আবেশ...

কল্পনার নারী বিয়াত্রিচে... পাগলের লেখনী...
ওদের রেখে দিই, বরং
অন্য একটা স্বর্গে...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)